শিক্ষাগ্রহণে বাধা নেই নারীদের, তবে পড়তে হবে মাদরাসায়: তালেবান

|

শিক্ষাগ্রহণে কোনো বাধা নেই আফগানিস্তানের মেয়েদের। এমনটি জানিয়েছে তালেবান সরকার। তবে তারা শিক্ষাগ্রহণ করবেন মাদরাসায়। খবর আল জাজিরার।

সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায় আফগান শিক্ষা মন্ত্রণালয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আহমেদ জানান, সরকার নিয়ন্ত্রিত মাদরাসায় পড়াশোনার ক্ষেত্রে মেয়েদের বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। বয়সের সাথে সঙ্গতিপূর্ণ ক্লাসে ভর্তি হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করতে পারবে মেয়েরা। এমনকি বেসরকারিভাবে পরিচালিত মাদরাসাগুলোতে সব বয়সী নারীদের শিক্ষাগ্রহণের সুযোগ রয়েছে বলেও জানানো হয়।

আফগানিস্তানে প্রায় ২০ হাজার মাদরাসা রয়েছে, যার মধ্যে ১৩ হাজার ৫০০টিই সরকার নিয়ন্ত্রিত। মনসুর আহমেদ বলেন, বেসরকারি মাদরাসাগুলো মসজিদের বাইরে বা বাড়ি থেকে পরিচালিত হয়ে থাকে। অবশ্য এসব মাদরাসায় কত সংখ্যক নারী শিক্ষার্থী আছে তা স্পষ্ট করেননি মনসুর।

২ বছর আগে আফগানিস্তানে ক্ষমতা দখলের পরই নারী শিক্ষার ওপর কোপ বসায় তালেবান। বন্ধ করে দেয়া হয় সব স্কুল, বিশ্ববিদ্যালয়েও নারীদের পড়াশোনার ওপর আনা হয় কঠোরতা। এবার তালেবান সরকার নারী শিক্ষাকে মাদরাসা পর্যায়ে নিয়ে গেলেও তা কতটুকু ফলপ্রসু হবে তা এখনই বোঝা যাচ্ছে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply