Site icon Jamuna Television

ভোটের কারণে পিছিয়েছে বাণিজ্য মেলা

আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার ১৫ দিন পিছিয়ে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হচ্ছে এই মেলা। প্রয়োজনে আরও পেছানো হতে পারে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইপিবি বলছে, বাণিজ্য মেলার প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। স্টল বরাদ্দ থেকে শুরু করে আনুষঙ্গিক যত কাজ, সেগুলো সমান তালে এগোচ্ছে। দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরও সেখানে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

ঢাকাকে যানজটমুক্ত রেখে জনদুর্ভোগ কমাতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তর করা হয়। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হতো।

/এমএন

Exit mobile version