সব দলের অংশগ্রহণ নয়, ভোটাররা ভোট দিতে গেলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম (ইওসি)।
৩২টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার জোট ইওসির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সোমবার (২৫ ডিসেম্বর) এ মন্তব্য করেছেন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) ইওসির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল্লাহ আল নোমান জানান, তার সংস্থা এর আগে নির্বাচন পর্যবেক্ষণ না করলেও কনোসোর্টিয়ামের অন্যান্য সংস্থা বিগত কয়েকটি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করেছে। ৩শ’ আসনে তাদের সাড়ে ৯ হাজার পর্যবেক্ষক কাজ করবে। থাকবে তাদের নিজস্ব মনিটরিং সেলও। তরুণ ভোটাররা ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে।
এবারের নির্বাচন চ্যালেঞ্জের বলে এ সময় উল্লেখ করেন এই পর্যবেক্ষক জোটের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান।
/এমএন
Leave a reply