দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক থানার ওসিকে (তদন্ত) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম ও উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক দুইটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সিনিয়র সচিবকে এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব (উত্তর) থানা, মাদারীপুরের ডাসার থানা ও গাজীপুরের কালীগঞ্জ থানার ওসিকে (তদন্ত) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও চিঠিতে এই তিন থানায় উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেয়ার নির্দেশও দেয়া হয়।
উল্লেখ্য, গতকাল রোববার ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর ও মাদারীপুরের কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কমিশন।
/আরএইচ
Leave a reply