শীতে কম্বলও বিতরণ করতে পারবে না প্রার্থীরা

|

আচরণবিধির বিষয়ে বেশ কড়াকড়ি অবস্থানেই রয়েছে নির্বাচন কমিশন। এবার চিঠি দিয়ে তারা জানালো, শীতে কম্বলও বিতরণ করতে পারবে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা।

নির্বাচন কমিশনের উপসচিবের ইস্যু করা এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়। বলা হয়, বর্তমান মৌসুমে শীতার্ত দরিদ্রদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৮টি ইউনিটের মাধ্যমে ৪০ হাজার কম্বল বিতরণ করবে। কার্যক্রম শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

তবে, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় রাজনৈতিক দলের প্রার্থীরা এমন কোনো আয়োজনে উপস্থিত থাকতে পারবেন না। এক্ষেত্রে নির্বাচন আচরণবিধিমালা -২০০৮ এর কথা উল্লেখ করা হয়। ইসি’র এমন সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেয়া হয়।

এরআগে অবশ্য নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রেড ক্রিসেন্টকে নতুন কার্যক্রম হাতে না নিতে নির্দেশনা দিয়েছিল কমিশন।

উল্লেখ্য, প্রায় প্রতিদিনই প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মানার বিষয়ে সতর্ক করছে নির্বাচন কমিশন। এরইমধ্যে বিধি ভাঙায় মাগুরা-১ থেকে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রায় প্রতিদিনই প্রশাসনে রদবদলের নির্দেশ আসছে কমিশন থেকে। সোমবারও হবিগঞ্জের জেলা প্রশাসকসহ তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply