গাজায় অস্ত্রবিরতির নতুন প্রস্তাব মিসরের

|

ফাইল ছবি

হামাস-ইসরায়েল সংঘাত বন্ধে গাজায় আবারও অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে মিসর। নতুন প্রস্তাবে ৭ থেকে ১০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা রাখা হয়েছে। প্রস্তাবে গাজায় নির্বিঘ্নে ত্রাণ সহায়তা প্রবেশ, ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ছাড়ার কথাও বলা হয়েছে।

এছাড়া, মধ্যস্ততাকারীদের সাথে বিবদমান পক্ষগুলোর মাসব্যাপী আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। তারই প্রেক্ষিতে গাজা থেকে সরিয়ে নেয়া হবে সব ইসরায়েলি সেনাদের। বিনিময়ে বন্দি থাকা নারী ইহুদি সেনাদের মুক্তি দেবে হামাস।

বিষয়টি নিয়ে এরইমধ্যে ইসরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে প্রস্তাব মেনে নেয়ার বিষয়ে এখনও কিছু বলা হয়নি। এর আগে, তিন দফা অস্ত্রবিরতি ছিল গাজায়। তবে বিরতি শেষ হওয়ার পর ফিলিস্তিনে ভূখণ্ডে আগ্রাসন বাড়ায় ইসরায়েল।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply