কমলাপুর স্টেশনে লাইনচ্যুত একতা এক্সপ্রেস

|

ঢাকার কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই লাইনচ্যুত হয় ট্রেনটি। এতে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমলাপুর থেকে ৫টি প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একতা এক্সপ্রেস স্টেশন ছাড়ার পরই লাইনচ্যুত হয়। এখনও কাজ চলমান আছে। ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তিনি জানান, অন্য ট্রেনগুলো ২০-২৫ মিনিট বন্ধ ছিল। এখনই ঘোষণা করা হয়েছে, ট্রেনের মুভমেন্ট শুরু হবে।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরার ৬ নম্বর সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়। এ সময় পাঁচটি কন্টেইনার লাইনের বাইরে চলে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply