জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে: রিজভী

|

ফাইল ছবি।

‘দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে। যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়ে আছে সে নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই ‘ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীর শান্তিনগর মোড় ও কাচাঁবাজার এলাকায় লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় গণতান্ত্রিক বিশ্ব তথাকথিত ভোটের উৎসবকে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন রিজভী।

আওয়ামী লীগের বিরুদ্ধে জোর করে মানুষকে মিছিলে যেতে বাধ্য করার অভিযোগ তুলে বলেন, নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। ভোটের উৎসবের বদলে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে।

দেশে বাকস্বাধীনতা ও ভোটাধিকার নেই বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। এ সময় তিনি বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply