চার ম্যাচ পর ম্যানইউর অবিশ্বাস্য জয়

|

আলেজান্দ্রো গারনাচোর জোড়া গোলে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতায় রেড ডেভিলদের আত্মবিশ্বাসের পারদ ছিল একেবারেই নিম্নমুখী। প্রথমার্ধে দুই গোল হজম করে সেই ধারাবাহিকতাই যেন বজায় রেখেছিল তারা। ২১ মিনিটে ম্যাকগিন ও ৫ মিনিট পর ডেনডঙ্কারের গোলে কাঁপন ধরেছিল ম্যানইউ শিবিরে। খেলার ২৬ মিনিটেই ২-০ গোলের লিড অ্যাস্টন ভিলার।

তবে বিরতির পর পুরোনো রূপে ফিরে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৯ ও ৭১ মিনিটে গারনাচোর জোড়া গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৮২ মিনিটে রাসমাস হজল্যান্ডের ফিনিশিংয়ে ৩-২ ব্যবধানের নাটকীয় ও শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলো ম্যানইউ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে প্রথম হারে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিলা।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply