আমাকে সিইসি নিয়োগ দিলেও এখন সুষ্ঠু ভোট সম্ভব না: মঈন খান

|

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে শতকরা ১০ ভাগও ভোট পাবে না আওয়ামী লীগ। এ কারণে ভোট জালিয়াতির পথ বেছে নিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, আমাকে সিইসি নিয়োগ দিলেও এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিআরইউতে জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ সময় এই বিএনপি নেতা বলেন, নির্বাচনের নামে সরকার যা করছে তা কেবল প্রহসন নয়, এটা একটা যাত্রাপালা। ভোট জালিয়াতির এমন ঘটনা পৃথিবীতে বিরল বলেও মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, কোনো নীতিতে বিশ্বাস না করাই হলো আওয়ামী লীগের রাজনীতি। দলটি ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৫ হাজার বিএনপি নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। ১২০০ নেতাকর্মীকে সাজাও দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply