নরসিংদীতে জ্যান্ত ঈগল নিয়ে গণসংযোগ

|

নরসিংদীতে নির্বাচনী গণসংযোগে জীবন্ত প্রাণী আনা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। সিরাজুল ইসলাম মোল্লা নামের ওই প্রার্থী এবার নরসিংদী-৩ শিবপুর থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে শিবপুর উপজেলার কারারচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মী-সমর্থকরা জানান, সিরাজুল ইসলাম মোল্লা নেতাকর্মীদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি উঠান বৈঠকে অংশ নেন। হঠাৎই তার এক কর্মী ঈগল নিয়ে গণসংযোগে হাজির হন। বিষয়টি নিয়ে তখন থেকেই আশপাশের মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়।

ততক্ষণে অবশ্য উৎসাহী অনেকে ঈগল দেখে সেলফি তোলেন। কেউ কেউ তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন। বিষয়টি নজরে এলে সিরাজুল ইসলাম মোল্লা নিজেই ওই ব্যক্তিকে তার প্রচারণা থেকে সরিয়ে দেন।

নির্বাচনী আচরণবিধিতে জীবন্ত প্রাণীর ব্যবহার নিষিদ্ধ। তাই কেন আনা হল জ্যান্ত ঈগল, এমন প্রশ্ন করা হয় প্রার্থীকে। তিনি বলেন, কোনো সমর্থক অতিউৎসাহী হয়ে ঈগল এনেছে। কোথা থেকে এনেছেন, তা তিনি জানেনও না। ওই কর্মীকে তখনই প্রচারকাজ থেকে সরিয়ে বাড়ি পাঠিয়ে দেন বলে জানান।

সিরাজুল ইসলাম মোল্লা বর্তমানে নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিপরীতে নৌকা নিয়ে নির্বাচনী মাঠে আছেন ফজলে রাব্বী খান।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply