চালকের আসনে প্রোটিয়ারা

|

শতরানের দেখা পান ডিন এলগার।

সেঞ্চুরিয়ান টেস্টে দ্বিতীয় দিন শেষে ১১ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৬ রান। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৪৫ রানে।

দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২০৮ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। তবে ১০১ রান করেই নান্দ্রে বার্গারের বলে বোল্ড হন কেএল। শেষ পর্যন্ত ২৪৫ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ১১ রানেই এইডেন মার্করামকে হারায় প্রোটিয়ারা। এরপর টনি ডি জর্জিকে সাথে নিয়ে হাল ধরেন ডিন এলগার। পরবর্তী দুই ব্যাটার বুমরাহর শিকার হয়ে ফিরলেও ফিফটির দেখা পান ডেভিড বেডিংহ্যাম। ৫৬ রানে ডেভিড আর ৪ রানে কাইল ভ্যারান্নে ফিরলেও সেঞ্চুরি পেরিয়ে ইয়ানসেনকে সঙ্গে নিয়ে ১৪০ রানে অপরাজিত থাকেন এলগার।

ভারতের প্রথম ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান প্রোটিয়া ক্যাপ্টেন বাভুমা। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। এখন পর্যন্ত ব্যাটিংয়ে নামেননি তিনি। আজ বেলা ২টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply