পারফরম্যান্স দিয়েই নিন্দুকের মুখ বন্ধ করতে চান রাহুল

|

ছবি: সংগৃহীত

বক্সিং ডে টেস্টে ভারতের ব্যাটিং যখন মুখ থুবড়ে পড়েছিল, তখনই দলের ত্রাণকর্তা হয়ে হাজির হন লোকেশ রাহুল। তার অনবদ্য সেঞ্চুরিতে ভর করেই মূলত লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছে সফরকারীরা। সেই সাথে মানুষের নিন্দা বন্ধ করার তৃপ্তিতে রাহুল জানালেন নিজের স্বস্তির কথা। 

এই টেস্টেই প্রথমবারের মতো বিশেষজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলছেন রাহুল। যদিও টেস্ট দলে রাহুলের জায়গাটাই এ বছরের শুরুতে অনিশ্চিত ছিল। বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে তার সহ-অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল।

এরপর আইপিএলে পাওয়া ঊরুর চোটের কারণেও লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর এশিয়া কাপ দিয়ে আবারও ভারতের হয়ে প্রত্যাবর্তন করেন রাহুল। বিশ্বকাপেও রানের ধারায় ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে চলতি দক্ষিণ আফ্রিকা সফরেও। এর মাধ্যমে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দারুণ সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে এই ভারতীয় ব্যাটার জানান চোটের সময়টা তাকে নানাভাবে সাহায্য করেছে। রাহুল বলেন, যখন চোটে পড়লাম তখন লম্বা সময় খেলার বাইরে ছিলাম। আমি নিজেকে নিয়ে কাজ করলাম, যেমন ছিলাম তেমনটা হতে চাইলাম। আমি উপলব্ধি করলাম এসব জিনিসে (ট্রল) আক্রান্ত হওয়া যাবে না। আমি নিজেকে বদলাতে পারব না। জীবনের অনেক কঠিন ব্যাপারের মতও ক্রিকেটেও এসব সামলাতে হয়। আমি নিজের কাজে মন দিলাম, শান্ত হলাম। নিজের মাথার ভেতর কি চলছে তা যত্ন দিয়ে বোঝার চেষ্টা করলাম।

সোশ্যাল মিডিয়ায় চলা নিন্দা, ট্রল থেকে নিজেকে রক্ষার একটাই মন্ত্র রাহুলের, পারফরম্যান্স। পারফরম্যান্স দিয়েই মানুষের মুখ বন্ধ করতে চান তিনি। রাহুল বলেন, সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রকাশের মানে নেই। যারা এসব (নিন্দা) বলতে চায় তারা বলেই যাবে। খেলাধুলায় আমি যা বুঝি, একমাত্র পারফরম্যান্সই নেতিবাচক মন্তব্য থেকে দূরে রাখতে পারে। আমি যেটা চেষ্টা করছি নিজের খেলা ও পারফরম্যান্সে মন দিয়ের চেষ্টা করছি। এটা করতে পারলেই ভালো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply