আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই: গণতন্ত্র মঞ্চ

|

আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই, জোর করে তারা ভোটের নাটক করছে। তাই এ ভোট বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তারা।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনে জনগণ হাঁপিয়ে উঠেছে। আওয়ামী লীগ যতোই প্রচার করুক, তা এমন এক ডঙ্কা, যার নিনাদ হয় না। মানষ বিশ্বাস করে না ওই মিথ্যাচারীদের। তাই এই লড়াই অব্যাহত থাকবে। এমন প্রহসনের নির্বাচনের আয়োজন পৃথিবীর ইতিহাসে কখনোই ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।

সরকার দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। বলেন, ৩০ ডিসেম্বর প্রেসক্লাবে সমাবেশের মাধ্যমে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখিয়ে দেয়া হবে। মানুষের প্রতি অমর্যাদা, দেশের প্রতি বেঈমানি করে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে না। নির্বাচনকে ভোটের নাটকের সাথে তুলনা করে সাকি বলেন, ভোটের অধিকার কেড়ে নেয়া মেনে নেবে না জগনণ।

উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply