হাতে পিস্তল নয়, ছিল লাইটার!

|

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ-৯ আসনে দুই হাতে দুই আগ্নেয়াস্ত্র (পিস্তল) নিয়ে নৌকার মিছিলের নেতৃত্ব দেয়া ওয়াহিদুজ্জামান তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, অস্ত্র উদ্ধার করা হলেও সেগুলো আসল পিস্তল নয়। দেখতে তেমন হলেও আদতে দুটোই ছিল লাইটার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তানভীরকে নান্দাইলের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় পিস্তল সদৃশ দুটি লাইটার উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত বুধবার প্রতিদিনের মতো লোকজন নিয়ে নির্বাচনী ক্যাম্পের দিকে যায় একদল যুবক। যাদের মধ্যে সামনেই ছিলেন তানভীর। সে সময় তার দুই হাতে দুটো অস্ত্র দেখা যায়। যা তিনি বারবার উঁচিয়ে ধরছিলেন। মিছিলে ‘নৌকা’ স্লোগানের পাশাপাশি ‘তানভীর ভাই’ বলেও স্লোগান দিতে শোনা গেছে। তবে মিছিলে তার হাতে পিস্তল সদৃশ বস্তু দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

আরও পড়ুন: ময়মনসিংহে দুই হাতে দুই পিস্তল উঁচিয়ে মিছিল

প্রসঙ্গত, ময়মনসিংহ-৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সমর্থক হিসেবে পরিচিত অভিযুক্ত তানভীর।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী তানভীরকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় মিছিলে প্রদর্শন করা অস্ত্রসদৃশ দুইটি লাইটার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/এএস/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply