পাবনা-১: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে

|

পাবনা করেসপনডেন্ট:

পাবনা-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের প্রচারণায় বাধা, হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক টুকু’র সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জানান, দুপুরে সাঁথিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদসহ তার সমর্থকেরা কয়েকটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাঁথিয়া উপজেলার সেলন্দা বাজার এলাকায় পৌঁছালে নাগডেমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে একদল নৌকার সমর্থক লাঠিসোটা নিয়ে পথ আটকে দেয়।

একপর্যায়ে, ইট-পাটকেল নিক্ষেপ করে ট্রাক প্রতিকের অনুসারীদের ৩টি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় কয়েকজনকে মারধরও করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply