ইসরায়েলি সেনার ওপর হামলা, এক ফিলিস্তিনিকে হত্যা

|

ছবি: ফ্ল্যাশ৯০

দুই নিরাপত্তা বাহিনীর সদস্যর ওপর হামলার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) একটি চেক পয়েন্টে ঘটে এ ঘটনা। খবর প্যালেস্তাইন ক্রনিকল ও জেরুজালেম পোস্টের।

ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী একটি নিরাপত্তা চৌকির কাছে গাড়ি থামান ওই ফিলিস্তিনি। আকস্মিক গাড়ি থেকে বেরিয়ে দুই নিরাপত্তা কর্মীর ওপর চালান উপর্যুপরি হামলা। এসময় তাকে রুখতে পাল্টা গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হামলাকারী ওই ফিলিস্তিনি।

আহত দুই সেনার আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে। তবে জেরুজালেম পোস্ট জানায়, একজনের অবস্থা গুরুতর।

গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই দখলকৃত পশ্চিম তীরেও কথিত অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাদের বর্বরতায় অঞ্চলটিতে নিহত তিন শতাধিক।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply