ব্রাইটনে পা কাটলো টটেনহ্যামের

|

হারের হতাশায় সন। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয় পেয়েছে ব্রাইটন। স্বাগতিকদের মাঠে ৪-২ গোলে হেরেছে স্পার্সরা।

খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ব্রাইটন। ১১ মিনিটে হিনশেলউডের গোলে ডেডলক ভাঙে স্বাগতিকরা। ১২ মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পেদ্রো। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাইটন।

বিরতির পর ৬৩ মিনিটে টটেনহ্যামকে আবারও হতাশায় ফেলে পয়েন্ট টেবিলের আটে থাকা দলটি। মিলনারের অ্যাসিস্ট থেকে এসটুপিন্যানের ফিনিশিংয়ে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে আবারও জোয়াও পেদ্রো ব্যবধান বাড়ালে বড় লিডের ইঙ্গিত দেয় তারা।

তবে ৮১ ও ৮৫ মিনিটে খেলা জমিয়ে দেন ভেলিজ ও বেন ডেভিস। চার মিনিটের ব্যবধানে দুই গোলের দেখা পাওয়া টটেনহ্যামেম হার এড়ানোর জন্য তা অবশ্য যথেষ্ট ছিল না।

এই হারে লিগে ১৯ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে স্পার্সরা। অন্যদিকে, ৩০ পয়েন্ট নিয়ে ব্রাইটন আছে অষ্টম স্থানে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply