‘যুদ্ধবিরতি’র আলোচনায় সম্মত হামাস

|

লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন হামাস কর্মকর্তা ওসামা হামদান। নভেম্বরের ছবি: রয়টার্স।

মিসরের প্রস্তাবিত যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় সম্মত হয়েছে হামাস। শুক্রবার (২৯ ডিসেম্বর) কায়রোতে যাবে হামাসের উচ্চপর্যায়ের রাজনৈতিক কর্মকর্তারা। খবর এএফপি, দ্য গার্ডিয়ানের।

বার্তা সংস্থা এএফপি জানায়, সেখানে মিসরের শীর্ষ নেতাদের সাথে আলোচনায় বসবে স্বাধীনতাকামী সংগঠনটি। যুদ্ধবিরতি ইস্যুতে সিসি প্রশাসনের প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করবে প্রতিনিধিরা। পরবর্তীতে এর প্রেক্ষিতে ইসরায়েল কর্তৃপক্ষের সাথে দর কষাকষি করবে তারা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি মিসর।

এর আগে, গত সপ্তাহে সংঘাত বন্ধের লক্ষ্যে ইসরায়েল ও হামাসকে সমঝোতার প্রস্তাব দেয় সিসি প্রশাসন। সোমবার (২৫ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রস্তাবে ৭ থেকে ১০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজার সশস্ত্র সংগঠনগুলোর হাতে থাকা সব বেসামরিক জিম্মিকে ছেড়ে দেয়ার কথা বলা হয়েছে।

নতুন যুদ্ধবিরতির ক্ষেত্রে আরও কিছু প্রস্তাব দেয়া হয়েছে। তবে এসব প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়ার সম্ভাবনা কম।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply