পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

|

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে লড়াই করেও জিততে পারেনি পাকিস্তান। ১৮ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানের পরাজয় বরণ করেছে তারা। ফলে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।

ম্যাচের চতুর্থ ইনিংসে ৩১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। সালমান-রিজওয়ানের ষষ্ঠ উইকেট জুটিতে ২০০ পেরিয়ে যায় তারা।

তবে জয়ের জন্য পাকিস্তানের যখন মাত্র ৯৮ রান দরকার তখনই আউট হয়ে যান রিজওয়ান। কামিন্সের শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরেন তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট দেখা গেছে পাকিস্তানি উইকেটকিপার–ব্যাটসম্যান রিজওয়ানকে।

তবে বিতর্কের জন্ম দিয়েছে রিজওয়ানের ওই আউটটি। অস্ট্রেলিয়ানদের আবেদনে ফিল্ড আম্পায়ার প্রথমে নট আউটের সিগনাল দেয়। অন্যদিকে ব্যাট বা গ্লাভসে লাগেনি বলে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল রিজওয়ানকেও। তবে অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তাকে আউট দেন।

এরপরে উইকেটে আর টিকতে পারেনি কোনো পাকিস্তানি ব্যাটার। শেষ ৫ উইকেট চলে যায় মাত্র ১৮ রানে।

ম্যাচে দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্যাট কামিন্স।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply