নারীদের যৌন হয়রানির শীর্ষে কলম্বিয়ার রাজধানী বোগোটা।এবং সবচেয়ে নিরাপদ শহর স্টকহোম।
প্লান ইন্টারন্যাশনালের ” Girls Safety in Cities across the World” এর একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।
৪০০ জন বিশেষজ্ঞ ছয়টি মহাদেশের ২২ টি শহরে এই জরিপ চালায়। ভিন্ন সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতির উপরে যৌন হয়রানি নির্ভর করে বলছেন বিশেষজ্ঞরা।
জরিপে বলা হয়, নারীরা সবথেকে বেশি যৌন হয়রানির শিকার হয় গণপরিবহনে। নারীদের একা বের হওয়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর পেরুর রাজধানী লিমা। চুরি, ডাকাতি ও ধর্ষণের জন্য সবচেয়ে খারাপ শহর জোহানেসবার্গ।
রিপোর্টে বলা হয়, ৬০ শতাংশ যৌন হয়রানি ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কোন অভিযোগ করা হয় না। ৭৭ শতাংশ যৌন হয়রানি হয়ে থাকে শহরের পাবলিক জায়গায়।
বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকটি মানুষের আচরন পরিবর্তনই এই সমস্যার সমাধান করতে পারে। এছাড়াও
সরকার এবং আইনের অনুশাসন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
Leave a reply