শরীয়তপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

|

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে আসনের পন্ডিতসার বাজারে এ ঘটনা ঘটে।

আগুনে অফিসের একাংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। একই আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে অভিযোগ করেছে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের সমর্থকরা।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে নির্বাচনী অফিসে আগুন দেখতে পায় তারা। পরে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নড়িয়া থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন, আওয়ামী লীগের এ কে এম এনামুল হক শামীম, জাতীয় পার্টির মোহাম্মদ ওয়াহিদুর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের মোহাম্মদ আমিনুল ইসলাম, গণফ্রন্টের কাজী জাকির হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছান, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. ফিরোজ মিয়া, বাংলাদেশ কংগ্রেসের সৌমিত্র দত্ত, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল হাসান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. মনির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply