মানবাধিকার কমিশনে এনডিআই-আইআরআই: ভোটে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ

|

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই)। তবে, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে তারা।

ঢাকায় সফররত মার্কিন সংস্থা দুটির প্রতিনিধি দল শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের সাথে বৈঠক করে। এরপর কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়ে মানবাধিকার কমিশনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা মতো চলে এই আলোচনা। তাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছে এনডিআই ও আইআরআই এর প্রতিনিধি দল।

কামাল উদ্দিন আহমেদ জানান, বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করলেও এই ভোটে ২৭ দলের অংশগ্রহণে প্রতিনিধিদল সন্তোষ জানিয়েছে।

বিএনপির অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অন্তর্ঘাতমূলক কিছু না করলে আটক করা মানবাধিকারের লঙ্ঘন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply