আগের চেয়ে কম ভাত খাচ্ছে মানুষ, তবুও ৫০ টাকার নিচে কোনো চাল নেই

|

এখনো আমন মৌসুমের খুব একটা প্রভাব নেই বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। গরীবের ভরসা মোটা চাল কিনতেও কেজিতে লাগবে অন্তত ৫০ টাকা। এই অবস্থা ভাবাচ্ছে খুচরা ব্যবসায়ীদের। অভিযোগ, মিলারদের পর এখন আগেভাগেই চাল কিনে মজুদ করছে বিভিন্ন কর্পোরেট কোম্পানি। তার ওপর কম দামে ধান বিক্রি করতে নারাজ কৃষক। ফলে সব কিছুর চাপ পড়ছে ক্রেতার পকেটে।

বিবিএসের হিসেব অনুযায়ী, আগের চেয়ে কম ভাত খাচ্ছে মানুষ। একজন ব্যক্তি এখন দিনে ৩২৮ গ্রাম ভাত খান। ৬ বছর আগে যা ছিলো ৩৬৭ গ্রাম। শহরের চেয়ে গ্রামে ভাত খাওয়ার পরিমাণ বেশি।

সরকারি এই হিসাবের সাথে মোট জনসংখ্যা গুণ দিলে, দেশে চালের বার্ষিক চাহিদা হওয়ার কথা ২ কোটি টনের বেশি। কিন্তু আগে থেকেই দেশে ধান উৎপাদন হয় এর দ্বিগুণ। তারপরও রাজধানীর কারওয়ানবাজারে ৫০ টাকার নিচে কোনো চাল নেই। মিনিকেটের কেজি আগের মতই ৬৫ থেকে ৬৮ টাকা। নাজিরশাইলের দাম আরেকটু বেশি।

ডলার সংকটের প্রভাব পড়েছে বীজ, সার ও কীটনাশকের দামে। আগের চেয়ে বেশি মজুরি চান শ্রমিক। তারপরও ধানের দাম কমার অভিযোগ চাষির। মিলার আর পাইকারদের দাবি, ভরা মৌসুমেও তাই ধান বিক্রি করছে না অনেকে।

চলতি বছর এখন পর্যন্ত কোনো চাল আমদানি করতে হয়নি সরকারকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply