নীলফামারী করেসপন্ডেন্ট:
সারাদেশের খবর নেয়ার মতো আমাদের সিসিটিভি ক্যামেরা নেই। সাংবাদিকদের চোখ দিয়ে আমরা আয়নার মতো দেখি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এ নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন আমাদের একার পক্ষে সামলানো সম্ভব না। সাংবাদিকরা সহযোগিতা না করলে এ কাজ কঠিন হয়ে যাবে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ইতোমধ্যে সে পরিবেশ তৈরি করা হয়েছে। এ সময় ভোটারদের কেন্দ্রে আসার আহ্বানও জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুরসহ জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
/আরএইচ/এমএন
Leave a reply