কোনো অবস্থাতেই ভোটে কারচুপি হতে দেবেন না: প্রিজাইডিং কর্মকর্তাদের ইসি আহসান

|

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান

যশোর করেসপনডেন্ট: ভোটকেন্দ্রের মধ্যে কেউ যদি জোরাজুরি করলে ভোট বন্ধ করে দিতে প্রিজাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে যশোরের মনিরামপুরে আয়োজিত নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকালে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনারা সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আপনারা কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই ভোটে কারচুপি হতে দেবেন না। সেখানে পুনরায় নির্বাচন হবে। প্রসঙ্গত, মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ১ হাজার ৩০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। /আরএইচ/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply