বাংলাদেশে খুনিদের রাজত্ব আর হবে না: প্রধানমন্ত্রী

|

খুনিদের রাজত্ব আর হবে না বাংলাদেশে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, দেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যারা দেশ নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনিতে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই উন্নয়নের পথে বাধা দিয়ে আসছে স্বাধীনতাবিরোধীরা। তাই দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি। সন্ত্রাসী দল বিএনপি ও জামায়াতের দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। এজন্য নতুন ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় আয়োজত জনসভায় অংশ নেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন। তাই নিজের জন্য ভোট চাইতে এলাকায় ছুটে যান শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা-ও।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply