ফরিদপুর করেসপনডেন্ট:
ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন গঠিত। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ এবং ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সদরপুর উপজেলার ‘সদরপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাফর উল্যাহ।
সভায় একদল কর্মী সমর্থক বাঁশের তৈরি লাঠি নিয়ে মিছিল করতে করতে যোগ দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একদল লোক নৌকা নৌকা শ্লোগান দিয়ে মিছিল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাদের সবার হাতে সবুজ রঙের বাঁশের লাঠি। যদিও তারা সেই লাঠিকে বৈঠা বলে সম্বোধন করছে। কয়েকজন বৈঠা নিচে নামিয়ে হাটতে থাকলে পিছন থেকে কেউ একজন বলে বৈঠা উঠান বৈঠা উঠান।
আরেকটি ক্লিপে দেখা যায় মিছিলটি সভা মঞ্চের সামনে গিয়েও নৌকা নৌকা শ্লোগান দিচ্ছে। সেসময় মঞ্চে বসা ছিলেন নৌকার প্রার্থী কাজী জাফরউল্ল্যাহ।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, রাত ১১ টার সময় রাস্তা দিয়ে বৈঠা নিয়ে এ ধরনের মিছিল করার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আসনটির স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী বলেন, লাঠি নিয়ে বা বৈঠা নিয়ে গভীর রাতে এ ধরনের মিছিল আচরণবিধি লঙ্ঘন। ওই রাতেই এলাকায় থাকা আমার কর্মী-সমর্থকরা আতঙ্কিত হয়ে আমাকে জানিয়েছে। বিষয়টি তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন নিক্সন চৌধুরী।
তবে এই বিষয়ে ওই সভার আয়োজকদের সাথে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বলেন, লাঠি-বৈঠা নিয়ে মিছিল বা শোডাউন করার সুযোগ নেই। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পরবে। আমার কাছেও একটি ভিডিও এসেছে। তবে লিখিত অভিযোগ পাইনি এখনও। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
/এনকে
Leave a reply