কক্সবাজার করেসপনডেন্ট:
কক্সবাজারে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) লজিস্টিক কমান্ডারসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হাসান।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কলাতলী আদর্শ গ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। ভোররাতেই বাড়িটি ঘিরে ফেলে তারা। পরে সেখান থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা’র লজিস্টিক কমান্ডার হাফেজ রহমত উল্লাহসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, বোমা তৈরীর সরঞ্জাম ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃতরা কক্সবাজারে কোনো নাশকতার পরিকল্পনা করছিলো কিনা সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে বলেও জানায় র্যাব।
/এমএইচ
Leave a reply