ভ্রমণপ্রেমিদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় স্পট সেন্টমার্টিন। পর্যটন মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন এই দ্বীপটি। কক্সবাজার শহর, টেকনাফ জেটিঘাট এবং চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজে যাওয়া আসা করা যায় প্রবাল দ্বীপটিতে।
তবে পর্যটকদের ভ্রমণের নতুন দ্বার খুলেছে। এবার ইনানী সি বিচ থেকে পর্যটক নিয়ে জাহাজ যাচ্ছে সেন্টমার্টিনে। রোববার (৩১ ডিসেম্বর) পরীক্ষামূলক ট্রিপ গেছে নারিকেল জিঞ্জিরায়। সকাল ১০টার দিকে প্রায় দেড়শো জন নিয়ে ইনানীর বাংলাদেশ নৌ বাহিনীর জেটিঘাট থেকে ‘এমভি কর্ণফুলী এক্সপ্রেস’ জাহাজটি রওনা হয় সেন্টমার্টিনের উদ্দেশে। ইতোমধ্যে নিরাপদভাবে গন্তব্যেও পৌঁছেছে।
রোববার পরীক্ষামূলক যাত্রা হলেও আগামী ১১ জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই রুটে প্রতিদিন জাহাজ চলাচল করবে বলে জানা গেছে।
এদিকে, ইনানী থেকে জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনগামী পর্যটকদের খরচ ও সময় কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
/এনকে
Leave a reply