নির্বাচন গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হতে পারে, আশঙ্কা ইসি আনিছুরের

|

নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোট গ্রহণযোগ্য না হলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা শুধু আমাদের দৃষ্টিতেই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে।

আনিছুর রহমান বলেন, দেশের জন্যই সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন। যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে। এ সময় নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের চেষ্টার কোনো কমতি নেই বলেও জানান তিনি।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply