গাজায় ২৪ ঘণ্টায় প্রাণহানি প্রায় একশ

|

ছবি: এএফপি

অবরুদ্ধ গাজায় উপত্যকাজুড়ে বেসামরিকদের ওপর জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদাররা। গত ২৪ ঘণ্টায় ঘটেছে বিপুল হতাহতের ঘটনা। খবর আল জাজিরার।

রোববার (৩১ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন মধ্যাঞ্চলের বেশ কয়েকটি ভবনে বিমান হামলায় প্রাণহানি ঘটেছে অন্তত একশ’ এবং আহত হয়েছেন ২৮৬ জন। অঞ্চলটিতে স্থল অভিযানের জন্য আরও সেনা মোতায়েন করেছে আইডিএফ।

গত কয়েকদিন ধরেই উপত্যকার শরণার্থী শিবিরগুলোকে টার্গেট করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এদিন নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ভয়াবহ বোমা বর্ষণ করা হয়েছে দেইর আল বালাহ আশ্রয় কেন্দ্রেও। খান ইউনিসে একটি স্কুলে হামলায় আহত আরও অন্তত ১০ জন।

এছাড়া, দক্ষিণাঞ্চলেও চলছে ভয়াবহ তাণ্ডব। রাফা সীমান্তে গোলাবর্ষণে ঘটেছে হতাহতের ঘটনা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply