টিকটক ভিডিও বানানো নিয়ে দ্বন্দ্বে বোনকে গুলি করে হত্যা

|

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও বানানোর জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক। গানের সাথে মূলত ঠোঁট মিলিয়ে মূলত ভিডিও তৈরিই এই অ্যাপের কাজ। দেশে বিদেশে কম বিতর্ক হয়নি এই অ্যাপকে ঘিরে। এবার ভিডিও বানানো নিয়ে দ্বন্দ্বে বোনের হাতে খুন হয়েছে আরেক বোন। পাকিস্তানের গুজরাটে ঘটেছে এমনই এক ঘটনা।

জানা যায়, টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিলেন দুই বোন সাবা আফজাল ও মারিয়া আফজাল। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে মারিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে ১৪ বছর বয়সী সাবা। আর তাতেই প্রাণ হারায় মেয়েটি। এ ঘটনায় নিহতের ভাই পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এর আগে এ মাসের শুরুর দিকে পাকিস্তানেই টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে তিন কিশোর।

দেশটিতে অনৈতিকতার অভিযোগে ধর্মীয় আলেমরা বেশ কয়েকবার টিকটক নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এরপর আংশিকভাবে বেশ কয়েকবার পাকিস্তানে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply