Site icon Jamuna Television

লোহিত সাগরে হুতি যোদ্ধাদের ওপর মার্কিন হামলা

ইউএসএস মেসন জাহাজ। ছবি: আল জাজিরা।

লোহিত সাগরে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছে ১০ হুতি যোদ্ধা। রোববার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, টহলরত যোদ্ধাদের চারটি বোটে হামলা চালায় মার্কিন সেনারা। হেলিকপ্টার থেকে চালানো আগ্রাসনে ডুবিয়ে দেয় নৌযান তিনটি। এতে প্রাণ হারান দশ সেনারা। নিখোঁজ হন আরও কয়েকজন। এসময় মার্কিন সেনাদের তাড়া খেয়ে, অপর একটি বোট পালিয়ে উপকূলে যেতে সক্ষম হয়।

এ হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে হুতি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া বহুজাতিক টহলে অন্য দেশগুলোকে অংশ না নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে আমাদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদ চালানো হচ্ছে। মার্কিনী এই কার্যক্রমে যুক্ত না হতে বাকি দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এই পদক্ষেপ সবার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

এর আগে, ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় হুতি যোদ্ধারা।

/এআই

Exit mobile version