আসন্ন যুব বিশ্বকাপের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১ জানুয়ারি) মিরপুরে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেন যুবাদের নির্বাচক হান্নান সরকার।
রাব্বির নেতৃত্বে ক’দিন আগে বয়সভিত্তিক ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জেতেন টাইগার যুবারা। প্রত্যাশিতভাবেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ সদস্যই রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠবে যুব বিশ্বকাপের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে উড়াল দেয়ার আগে ঘরের মাঠে ক্যাম্প হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েক দিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
মাহফুজুর রহমান (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিকি ও মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।
Leave a reply