নাটোর-২: নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুলের নির্বাচন পরিচালনা ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) ভোরের দিকে পৌর সভার ১নং ওয়ার্ডের চৌমুহনী ঘোড়াগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মলয় রায় জানান, স্থানীয় নৌকা সমর্থকরা রোববার রাতে নির্বাচনী ক্যাম্পে আলোচনা শেষে বাড়ি যান। ভোরের দিকে দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তার আগেই আগুনে ক্যাম্পে থাকা ৮টি প্লাস্টিকের চেয়ার ও সাইড পর্দা পুড়ে যায়।

এ বিষয়ে সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এ ধরনের কোনো খবর পাননি তারা। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply