মার্কিন নির্বাচন পর্যবেক্ষকদের সাথে ইসির বৈঠক

|

যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষকদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় কমিশন সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্রের দুই সংস্থার ৫ জনের প্রতিনিধি দল। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি নির্বাচন কমিশন।

সন্ধ্যায় মার্কিন নির্বাচন পর্যবেক্ষকদের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় নির্বাচন কমিশনের। বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বৈঠকের বিষয় নিয়ে বিস্তারিত বলা যাবে না। তবে নির্বাচনের নানা বিষয় নিয়ে জানতে চেয়েছেন পর্যবেক্ষরা। কমিশন থেকে সেগুলি অবহিত করা হয়েছে।

ইসি অতিরিক্ত সচিব বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সরঞ্জাম বিতরণসহ নানা বিষয়ে পর্যবেক্ষকদের জানার ছিল। তবে এ বিষয়ে গণমাধ্যমে আপাতত বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply