আহমাদুল কবির, মালয়েশিয়া:
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী তিন বাংলাদেশি। এরমধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন অহিদুর রহমান ও রুহুল আমিন সরকার। আর বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন মোহাম্মদ শাহাব উদ্দিন।
শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ব প্রবাসী দিবস অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
একনজরে জেনে নেব সিআইপি নির্বাচিত তিন জন সম্পর্কে।
অহিদুর রহমান অহিদ:
টানা দুইবার তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সি মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডির স্বত্বাধিকারী ও বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক অহিদ। অহিদুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার রায়কোট মাহিনি বাজারের কুকুরখীল গ্রামে। করোনাকালে দেশে ও প্রবাসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
রুহুল আমিন সরকার:
প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান জাহান ভারটেক্স (এম) এসডিএন বিএইচডির স্বত্বাধিকারী রুহুল আমিন সরকার। ঢাকা ডেমরার সারোলিয়া সানারপাড়ারের রুহুল ২০১৫ সালে মালয় ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন।
মোহাম্মদ সাহাব উদ্দিন:
চট্টগ্রামের লোহাগাড়ার উত্তর পদুয়া বদলা পাড়ার সাহাব উদ্দিন ২০১৪ সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। ২০১৮ সালে মালয়েশিয়া থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের উপর উচ্চতর স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সাল থেকেই রাজধানী কুয়ালালামপুরে ব্যবসা শুরু করেন। বর্তমানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি। চরম ডলার সঙ্কটের মুহূর্তে সাহাব রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
/এমএমএইচ
Leave a reply