নতুন বছরের শুরুতেই ইউক্রেনে হামলা রাশিয়ার

|

রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট পরিদর্শন করছেন খারকিভের বাসিন্দারা। ছবি: এএফপি

নতুন বছরের প্রথম দিনেই ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (১ জানুয়ারি) বিমান হামলা চালানো হয় দোনেৎস্কে। এতে প্রাণ যায় কমপক্ষে ৫ জনের। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা। খবর আল জাজিরার।

মস্কো জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলে এই হামলা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক ঘাঁটিতে চালানো হয় এই হামলা। এদিকে, পাল্টা প্রতিরোধের কথা জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ সামরিক বাহিনীর অবস্থানে ড্রোন ও রকেট হামলা চালানো হয় বলে জানায় কিয়েভ।

এর আগে, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরণের হামলা চালায় রাশিয়া। এতে মৃত্যু হয় ৩৯ জনের। এরপর শনিবার (৩০ ডিসেম্বর) রাশিয়ায় বিমান হামলা চালায় ইউক্রেন। এতে প্রাণ যায় কমপক্ষে ২০ জনের। ঘটনার পরম্পরায় রোববার (৩১ ডিসেম্বর) রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অনেক এলাকায় ড্রোন ও মিসাইল ছোঁড়ে পুতিন বাহিনী।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply