ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন

|

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আরও একজোড়া ট্রেন চলাচল করবে। নতুন এ ট্রেনটির নাম হবে আন্তনগর ‘পর্যটক এক্সপ্রেস’।

সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের এক চিঠি সূত্রে বিষয়টি জানা যায়। এতে স্বাক্ষর রয়েছে সংস্থাটির উপপরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসীর।

চিঠিতে বলা হয়, ট্রেনটি রাত আটটায় কক্সবাজার থেকে ছাড়বে। ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে চারটায়। অন্যদিকে, ঢাকা থেকে সকাল সোয়া ছয়টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে বেলা তিনটায়।

রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম এক গণমাধ্যমকে বলেন, ১০ জানুয়ারি চলাচল শুরু হবে নতুন ট্রেনটি।

রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, ‘পর্যটক এক্সপ্রেস’ নামটি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরিয়া থেকে সদ্য আমদানি করা কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে।

নতুন ট্রেনের ভাড়া হবে আগের ট্রেনটির সমান। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এই পথে আন্তনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ারের ভাড়া ৯৬১ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ১৫০ টাকা এবং ঘুমিয়ে যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে ভাড়া দিতে হয় ১ হাজার ৭২৫ টাকা।

উল্লেখ্য, গত বছর ১ ডিসেম্বরে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়। এই রুটে এখন এক জোড়া ট্রেন চলাচল করছে। ব্যাপক চাহিদার কারণে টিকিট কালোবাজারি হয় বলেও অভিযোগ আছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply