ভোটের বাকি আর এক সপ্তাহও নেই। প্রচারণাও শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়। তার আগেই দম ফেলানোর ফুসরত নেই প্রার্থী এবং ভোটে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। দলের প্রধানদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিয়মিত বিভিন্ন এলাকায় জনসভায় অংশ নিচ্ছেন।
সরকারপ্রধান আজ মঙ্গলবার (২ জানুয়ারি) যাচ্ছেন ফরিদপুরে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে দুপুরে এ জনসভা শুরু হবে। এতে বেলা তিনটায় উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার। তিনি এ জনসভায় ফরিদপুরের চারটি আসনের নৌকার প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করে দেবেন।
এই জনসভায় লক্ষাধিক লোক সমাগমের প্রস্ততি নিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। মঞ্চ তৈরিসহ অন্যান্য প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে, শেখ হাসিনা নতুন বছর শুরু করেছেন জনসভায় অংশগ্রহণ দিয়ে। বছরের প্রথম দিনেই রাজধানীর কলাবাগানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন তিনি।
/এমএন
Leave a reply