গাজায় বছরজুড়ে হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে কীভাবে চলতি বছরের শুরু থেকেই হামলা অব্যাহত রাখা যায়, সেবিষয়ে এরইমধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।
তেল আবিবের এই ঘোষণার ফলে এটা স্পষ্ট যে, শিগগিরই কোনো যুদ্ধবিরতিতে যাচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। সোমবারও রাতভর গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরমধ্যে দেইর আল বালাহর এক বাড়িতেই নিহত হয়েছেন ১৫ ফিলিস্তিনি।
আইডিএফের দক্ষিণাঞ্চল কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান বলেন, গাজায় যুদ্ধ ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন তীব্রতায় এবং ভিন্ন আকারে চলতে থাকবে।
তিনি আরও বলেন, যুদ্ধের পদ্ধতি পরিবর্তনের ফলে শত্রুদের পক্ষে তাদের চিহ্নিত করা এবং তাদের বোঝা আরও কঠিন হবে।
/এনকে
Leave a reply