৭ জানুয়ারির নির্বাচন মানে না জনগণ: জয়নুল আবদিন ফারুক

|

একদলীয় নির্বাচন বন্ধের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন ৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ মানে না ।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডে সরকারের পদত্যাগ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এমন মন্তব্য করেন। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন বন্ধ করার কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৪, ২০১৮’র মতো প্রহসনের নির্বাচন হবে এটি। জনগণ মেনে নেবে না। নির্বাচন গ্রহণযোগ্যও হবে না। নির্বাচন কমিশনকে প্রহসনের নির্বাচন বন্ধ করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচীতে জনগণ অংশগ্রহণ করছে। সামনের দিনগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply