নির্বাচন সুষ্ঠু না হলে আর ভোট করবো না: হিরো আলম

|

বগুড়া ব্যুরো:

এবারের নির্বাচন সুষ্ঠু না হলে কিংবা ফলাফল ছিনিয়ে নেয়া হলে আগামীতে আর কখনো নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

গত বছর এই আসনের উপ-নির্বাচনে জনগণের ভোটে তিনি বিজয়ী হলেও তার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে তার নির্বাচনী এলাকার বাগইল এলাকায় জনসংযোগ করেন হিরো আলম। এ সময় ডাব প্রতীকে ভোট চান তিনি।

আলোচিত এই ইউটিউবার বলেন, উপ-নির্বাচনে আমার ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে। এবার ভোট চাইতে গেলে ভোটাররাই সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন। আমি তাদের বলেছি সরকার কথা দিয়েছে সুষ্ঠু নির্বাচন করবে। কিন্তু এবারো যদি গত নির্বাচনের মতো একই পরিস্থিতি হয়, তাহলে আর কখনো নির্বাচনই করবো না।

তিনি আরও বলেন, এবার ভোট নিয়ে ভোটারদের আগ্রহ খুব কম। তিনি ভোটারদের বলছেন জালভোট কিংবা ফলাফল পাল্টে দেয়ার সুযোগ থাকবে না। এরপরও ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে যদি গতবারের পরিস্থিতিই দেখেন তাহলে সাধারণ মানুষও ভোট কিংবা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মন্তব্য করেন হিরো আলম।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply