চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

|

ছবি: সংগৃহীত।

নতুন বছরের শুরুতেই জেঁকে বসেছে শীত। বুধবার (৩ জানুয়ারি) ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

এদিকে, কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। তবে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এর আগে, মঙ্গলবার (২ জানুয়ারি) তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। আর এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply