গাজায় রেড ক্রিসেন্টের হেডকোয়ার্টারের ভয়াবহ হামলা ইসরায়েলের

|

ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনটি একটি দৃশ্য। ছবি: আরব নিউজ।

গাজায় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের হেডকোয়ার্টারের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে আরব নিউজ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে মঙ্গলবারের এ হামলায় এক নবজাতকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। তারা ঘরবাড়ি হারিয়ে ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া এক স্বেচ্ছাসেবীসহ আহত হয়েছেন আরও তিনজন।

কর্তৃপক্ষ জানায়, ভবনের অষ্টম তলায় চালানো হয়েছে বিমান হামলা। দ্বিতীয়বারের মতো ইসরায়েলি আগ্রাসনের শিকার হলো রেড ক্রিসেন্ট। স্বেচ্ছাসেবীদের হামলার লক্ষ্যবস্তু বানানোয় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাস্তুচ্যুত অনেকেই আশ্রয় নিয়েছিলেন ভবনটিতে। প্রাণভয়ে এখন আবার অন্যত্র ছুটছেন তারা।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত আরও ৫৭ হাজার।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply