কোপা ইতালিয়ার শেষ ষোলো ম্যাচে ক্যালিয়ারিকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জায়ান্ট এসি মিলান। সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পেলো রোসানেরিরা।
সান সিরোতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে এসি মিলান। এগিয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত। অধিনায়ক থিও হ্যাজার্ডের লং পাস থেকে দারুন ফিনিশিংয়ে মিলানকে লিড এনে দেন সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচ। ৪২ মিনিটে আবারও এই জুটির ম্যাজিক। থিওর পাস আর লুকার জাল খুঁজে পাওয়ায় ২-০’র লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
৫০ মিনিটে তৃতীয় গোল পায় মিলান। এবার দলের ১৯ বছর বয়সী আইভরি কোস্টের তরুণ চাকা ত্রায়োরে নাম তোলেন স্কোরশিটে। ৮৭ মিনিটে পাওলো আজি এক গোল শোধ দেন ক্যালিয়ারির হয়ে। কিন্তু ইনজুরি সময়ে রাফায়েল লিয়াও স্কোর শিটে নিজের নাম লেখালে ৪-১ গোলের জয় পায় এসি মিলান।
/এএম
Leave a reply