ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা দক্ষিণ আফ্রিকার যুদ্ধাপরাধের মামলার শুনানি হবে আগামী ১১ ও ১২ জানুয়ারি। বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।
সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের মুখপাত্র। দেশটি জানায়, বিচার আদালতে তাদের আইনজীবী শুনানির প্রস্তুতি নিচ্ছে।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) গাজায় আগ্রাসন আর গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। তেল আবিবকে জবাবদিহিতার মুখোমুখি করার দাবি জানায় দেশটি। মামলার আবেদনে নিজ ভূমি থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উৎখাতের অভিযোগও করা হয়। গাজায় বেসামরিকদের সুরক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবিও জানায় কেপটাউন।
/এএম
Leave a reply