সিরাজের আগুনে পেসে ৫৫ রানে গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেপ টাউনে আগে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তোপে ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেন। মাত্র ৯ ওভার বল করে সিরাজ একাই নেন ৬ উইকেট।

বুধবার (৩ জানুয়ারি) কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। বিশেষ করে মোহাম্মদ সিরাজের।

টপ অর্ডারের চার ব্যাটার পার করতে পারেননি দশ রানের কোঠাও। এমন কী এই চার ব্যাটারের মধ্যে অধিনায়ক ডিন এলগার করেন সর্বোচ্চ ৪ রান। এইডেন মার্করাম ২, টনি ডি জর্জি ২ ও ত্রিশান স্টাবস করেন ৩ রান। এই চার জনের মধ্যে ৩টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ, একটি নেন জসপ্রিত বুমরাহ।

১২ রান করা ডেভিড বিংহ্যামকে ১২ রানে ফেরান সিরাজ। এরপর ১৫ রান করা কাইল ভেরিনে ও শূন্য রান করা মার্কো ইয়ানসেনকেও ফিরিয়েছেন সিরাজ। কেষব মহারাজকে ৩ রানে ফিরিয়েছেন মুকেশ কুমার। খানিক বাদে নান্দ্রে বার্গারকে ফেরান বুমরাহ। প্রোটিয়াদের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন কাগিসো রাবাদা। তাকে প্যাভিলিয়নে ফেরান মুকেশ। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৬ টি উইকেট। এছাড়াও ২টি করে উইকেট পান মুকেশ কুমার ও জাসপ্রিত বুমরাহ।

এর আগে প্রথম টেস্ট ইনিংস ও ৩২ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজ হার এড়াতে এই টেস্ট জিততেই হবে ভারতকে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply