ইরানের প্রয়াত সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা হয়েছে। দফায় দফায় চালানো এই হামলায় প্রাণ গেছে অন্তত শতাধিক মানুষের। আহত হয়েছে অনেকে। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।
বুধবার (৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে কাশেম সোলাইমানির সমাধিস্থলের পাশের এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের একাধিক ভিডিওতে বেশ কিছু মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানায়, বুধবার ছিল আলোচিত এই সেনা কর্মকর্তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ইরানের কেরমান প্রদেশে সোলাইমানির মাজারে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন হাজার হাজার মানুষ।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
আলোচনা চলাকালে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর বিস্ফোরিত হয় আরও একটি বোমা। ঘটনাস্থলেই প্রাণ যায় অন্তত ২০ জনের। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বাকিদের।
প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষ বলছে, রিমোট নিয়ন্ত্রিত বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে কেরমানের ডেপুটি গভর্নর বিস্ফোরণের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর সবচেয়ে শক্তিশালী হিসেবে দেখা হতো জেনারেল কাশেম সোলাইমানিকে। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকে মার্কিন হামলায় প্রাণ যায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ও আলোচিত এই সেনা কর্মকর্তার।
/এমএইচ
Leave a reply